এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মদ্যপ অবস্থায় বাইক নিয়ে রাস্তার ধারের পোস্টারে ধাক্কা, মর্মান্তিক পরিণতি হল যুবকের

Published on: October 15, 2023 । 11:27 AM

বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: Daspur Police station এর বুড়িবাঁধ মহাকাল মন্দিরের সামনে শনিবার দুপুর দেড়টা নাগাদ এক যুবক drunk অবস্থায় [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] গাড়ি চালিয়ে যাচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বাইক নিয়ে রাস্তার ধারে থাকা পোস্টারে গিয়ে সজোরে ধাক্কা মারেন ওই যুবক। বাইক থেকে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান যুবকটি। মাথা ফেটে প্রচুর bleeding হয়। বছর ২৬ এর ওই যুবকের নাম বিশ্বজিৎ দোলই। বাড়ি দাসপুর থানারই পিরিজপুরে। স্থানীয়রাই তাকে উদ্ধার করে sonakhali rural hospital এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।