এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাইক মারুতির মুখোমুখি সংঘর্ষে আহত বাইক চালক

Published on: April 11, 2021 । 11:29 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ: পথ দুর্ঘটনায় গুরুতর জখমদুই। আজ , ১১ এপ্রিল ঘটনাটি ঘটেছে ঘাটাল-মেচোগ্রাম রাস্তার দুর্গাপুরে। আজ বেলা পৌনে দশটা নাগাদ পাঁশকুড়াগামী এক বাইকের সঙ্গে উল্টো দিক থেকে  আসা ঘাটালগামী একটি মারুতির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায়   বাইক আরোহী গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরার একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করেন। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ঘাটাল পাঁশকুড়া সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে।  দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।  •ভিডিও
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/