দ্রুতগতিতে আসা বাসের ধাক্কা বৈদ্যুতিক খুঁটিতে, আহত মহিলা ও শিশুসহ ৭

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: দ্রুত গতিতে যাত্রীবাহী বাসের ধাক্কা রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে। দুর্ঘটনায় আহত শিশু মহিলা সহ একাধিক। ঘটানা ঘাটালের বিশালক্ষী মন্দীর সংল্গন রাজ্য সড়কে। স্থানীরা জানান বন্যার ফলে ভে‍ঙে যাওয়া বিদ্যুতের খুঁটি সারানোর কাজ চালাচ্ছিলেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। সেই সময় তমলুক- তারকেশ্বর গামী একটি বাস তমলুক যাওয়ার পথে বিদ্যুৎতের খুঁটিতে ধাক্কা মারে। চিকিৎসার জন্য আহতদের তড়িঘড়ি ঘাটাল হাসপাতালের পাঠায় ঘাটাল থানার পুলিশ। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে। এর পরেই স্থানীয়রা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে ঘাটাল-চন্দ্রকোণা রাস্তার যাত্রী চলাচল। ঘাতক বাস চালককে আটক করেছে ঘাটাল থানার পুলিশ।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।