এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পথ দুর্ঘটনায় ঘাটাল হাসপাতালের নার্সের মৃত্যু

Published on: February 11, 2022 । 6:16 PM

তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পথ দুর্ঘটনায় মৃত্যু হল ঘাটাল সুপার স্পেশালিটি  হাসপাতালের এক স্টাফ নার্সের। মৃত নার্সের নাম সুনীতা সাউ(২৪)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। ১০ ফ্রেবুয়ারি বিকেলে বন্ধুর বাইকে করে ঘাটাল অভিমুখে ফেরার পথে বাইকটি দেউলিয়ায় দুর্ঘটনার কবলে পড়ে। সুনিতা ঘটনাস্থলেই  মারা যান। তাঁর বন্ধুর অবস্থা আশঙ্কাজনক।   ঘাটাল মহকুমা হাসপাতালে সুনীতা স্টাফ নার্স হিসেবে ছিলেন বছর তিনেক ধরে। সুনীতার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঘাটালে। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad