আকাশ দোলই, স্থানীয় সংবাদ:আজ সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে দাসপুর থানার বৈকুন্ঠপুর এলাকায়। জানা যায় দাসপুর বাসুদেবপুরের বিশ্বজিৎ ভূঁইয়া, টাটু হাঁসদা এবং ছোটন বাগ নামে তিনযুবক একটি বাইকে করে পাঁশকুড়ার দিক থেকে দাসপুরের দিকে আসছিল সেই সময় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের বৈকুন্ঠপুর এলাকায় কোল্ড স্টোরেজ থেকে বেরোনো একটি আলুর গাড়িতে সজরে ধাক্কা মারে বাইকটি, বাইকে থাকা তিনজনই ছিটকে পড়ে রাজ্য সড়কের উপর, ঘটনায় গুরুতর যখম বাইক চালক সহ বাইকে থাকা দুই বাইক আরোহী, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর যখম ওই তিনজনকে তড়িঘড়ি চিকিৎসার জন্য দাসপুর পুলিশ নিয়ে আসে ঘাটাল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে।
লরির সঙ্গে বাইকের ধাক্কা, দাসপুরে গুরুতর জখম তিন







