শ্রীকান্ত ভুঁইঞা:ভোর রাতে মুখোমুখি সংঘর্ষ দুই লরির। ২৫ এপ্রিল ভোর রাতে তীব্র বিকট শব্দে কেঁপে ওঠে দাসপুর থানার খুকুড়দহ জানা পাড়া এলাকা। দুটির লরির একটিতে আলু বোঝাই ছিল। ভোর রাতে চালকের চোখে চোখ লেগে যাওয়াতে এই দূর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। দুটি লরিই ক্ষতিগ্রস্থ হয়েছে। চালক এবং খালাসিরা কম বেশি চোট পেলেও প্রাণহানি হয়নি। দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি সরানোর ব্যবস্থা করছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











