দাসপুরে পথ দুর্ঘটনায় ২ সিভিক ভলান্টিয়ার গুরুতর জখম

মৃণালকান্তি জানা ও শুভদীপ জানা: আজ ২১ জুলাই সকালে   সকালে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দাসপুর থানার দু’ই সিভিক ভলান্টিয়ার। ওই দুই সিভিক ভলান্টিয়ারের নাম সুজিত সামন্ত ও নবকুমার সামন্ত।  আজ সকালে দাসপুর-নাড়াজোল সড়কের উপর দাসপুর থানার রাজনগরের তেঁতুল পুকুর ভবানন্দ আশ্রমের সামনে ওই দুর্ঘটনাটি হয়। সুজিতবাবু ও নবকুমারবাবুকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে দু’জনের অবস্থাই আশঙ্কা জনক। দাসপুর থানার পুলিস জানিয়েছে,   ওই দুই সিভিক ভলান্টিয়ারের বাড়ি নাড়াজোল গ্রামপঞ্চায়েত এলাকার সীমানা গ্রামে। আজ সকালে একটি বাইকে করে বাড়ি থেকে  দাসপুর থানায় ডিউটিতে আসছিলেন। সেই সময় একটি মালবাহী গাড়ির সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি ধাক্কা লাগলে ওই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার উপরে ইমারতি দ্রব্য রাখা থাকার ফলে বাইক আরোহীরা মালবাহী গাড়িটি দেখার পর সাইড দেওয়ার মতো জায়গা পাচ্ছিলেন না। সেজন্যই মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুই সিভিক ভলান্টিয়ারই মাথায় হেলমেট পরে ছিলেন কিন্তু এতো জোরে ধাক্কা লাগে যার ফলে হেলমেট ভেঙে গিয়ে দুজনের মাথাই জখম হয়।  এই ঘটনার পরই স্থানীয়ারা ক্ষিপ্ত হয়ে পড়েন। তাঁরা বলেন, ওই সড়কের উপর ইমারতি দ্রব্য রাখা না থাকলে আজকের এই দুর্ঘটনাটি হত না। পুলিশকে বার বার জানিয়েও কোনও ফল হয়নি।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।