পার্থ মণ্ডল: ক্ষীরপাই-চন্দ্রকোণা সড়কের মনসাতলা চাতালে আজ ২৭ নভেম্বর সকালে পথ দুর্ঘটনায় জখম হলেন দুজন। দুটি মালবাহী লরির সকাল সাড়ে পাঁচটা নাগাদ মুখোমুখি ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। জখম দুই ব্যক্তির চিকিৎসা চলছে। এই দুর্ঘটনার জেরে ক্ষীরপাই চন্দ্রকোনা সড়ক বেশ কিছুক্ষণ অবরুদ্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
ক্ষীরপাই মনসাতলা চাতালে দুর্ঘটনায় জখম ২







