এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আবার দাসপুরে পথ দুর্ঘটনায় মৃত ১

Published on: November 1, 2019 । 12:48 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ১ নভেম্বর বেলা সাড়ে ১১টা নাগাদ পথ দুর্ঘটনায় মারা গেলেন পঞ্চানন সাউ নামে এই ব্যক্তিটি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চাননবাবু গৌরার  দিক থেকে ঘাটালের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে মেচোগ্রাম অভিমুখী মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চাননবাবুর বাইকে ধাক্কা দিলে তিনি গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে সঙ্গে তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। পঞ্চাননবাবুর বাড়ি গৌরায়। তিনি টাটা এআইজি’র  ঘাটাল শাখার এক পদস্থ আধিকারিক ছিলেন বলে জানা গিয়েছে।  •ছবিটি তাঁর ফেসবুক (panchanan.shaw.90)থেকে নেওয়া।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad