এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কলেজ থেকেই ছাত্রছাত্রীরা আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবে

Published on: September 7, 2023 । 10:57 PM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল কলেজের ছাত্রছাত্রীদের আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। বর্তমানে প্রত্যেকটি ছাত্রছাত্রীর Academic Bank of Credits অর্থাৎ ABC ID দরকার। যেহেতু এই আইডি করতে গেলে আধারের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক থাকা জরুরি তাই ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং ঘাটাল মুখ্য ডাকঘরের সহযোগিতায় প্রথম সেমেস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করানোর জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ৮ ও ৯ সেপ্টেম্বর ওই বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। ৮ সেপ্টেম্বর অর্নাসের ছাত্রছাত্রীদের জন্য ও ৯ সেপ্টেম্বর জেনারেল কোর্সের ছাত্রছাত্রীদের জন্য ক্যাম্পটি করা হবে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015