চাকরির স্থায়ীকরণের দাবিতে রামজীবনপুরে বিক্ষোভ

তনুপ ঘোষ: ১৫ বছর চাকরি করার পরেও মেলেনি মাসিক বেতন, অথচ কয়েক বছর চাকরিতে যোগদান করার পরে তিন কর্মীর মিলছে মাসিক বেতন। রামজীবনপুর পৌরসভার বিরুদ্ধে এই দ্বিচারিতার অভিযোগ তুলে বিক্ষোভে শামিল  হলেন ৮১ জন অস্থায়ী কর্মচারী। আজ ৫ সেপ্টেম্বর এমনই অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার কর্মবিরতির ডাক দিল অস্থায়ী কর্মচারীরা। এই দাবি নিয়ে তাঁরা আজ পৌরসভার প্রবেশ পথ ঘেরাও করে বিক্ষোভ শামিল হন। তারফলে পৌরসভার পৌর কর্মীরা আজ অফিসে  ঢুকতে  পারেননি।ওই পুরসভার চেয়ারপার্সন নির্মল চৌধুরী বলেন, অভিযোগ ভিত্তিহীন। কাউকেই মাসিক বেতন দেওয়া হচ্ছে না।•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তনুপ ঘোষ: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com