পেটে ছুরি চালিয়ে দাসপুরে রূপো দোকান লুটের অভিযোগ

ভর দুপুরে দাসপুর থানার দাসপুর বাজারের এক রূপো দোকানে এক কর্মচারীর পেটে ছুরি চালিয়ে রূপো ছিনতাইয়ের অভিযোগের ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে ঘটনার কিনারায় নেমেছেন।

জানাযাচ্ছে আজ সোমবারের দুপুরে দুপুর প্রায় আড়াইটা নাগাদ দাসপুর বাজারে গোস্বামী মেডিক্যাল এর পিছনের গলিতে এক রূপো ছেলাইয়ের দোকানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দোকান মালিক সৌমেন পাত্র জানিয়েছেন তাঁর অবর্তমানে তিনজন দুষ্কৃতকারী হঠাৎই দোকানে থাকা এক কর্মচারীকে কিছু রূপো ছেলাইয়ের জন্য বলে। কর্মচারী জানায় কথার মাঝেই পেটে ছুরি দিয়ে আঘাত করে। এবং সাথে সাথে অন্য দুজন দোকানে থাকা প্রায় ৮ কেজি রূপো নিয়ে পালায়।

জখম ওই কর্মচারী আমন জানা জানিয়েছে তিনজনের মুখ ঢাকা ছিলে মাস্কে,তাদেরকে চিনতে পারেনি। অন্যদিকে দিনের বেলায় দাসপুরের মতো জনবহুল বাজারে এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকাবাসী এবং দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী দাসপুর পুলিশের ওসি সুদীপ ঘোষালকে সাথে নিয়ে দোকান মালিক ও কর্মচারীর বয়ানের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন।

দোকান মালিক সৌমেন পাত্র জানান আজ দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটার কিছু আগেই ওই কর্মচারী তাকে ফোন করে জানতে চায়,দোকানে আসতে আর কত দেরি। তার কিছুক্ষণ পরেই এই ছিনতাই। অন্যদিকে কর্মচারী আমনের উপর ছুরি চালানো হলেও তার আঘাত তেমন গুরুতর নয়। ফলে পুলিশের সন্দেহের তালিকায় কর্মচারীও আছে বলে মনে করা হচ্ছে।

তবে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী এবিষয়ে মুখ খুলতে নারাজ। তিনি জানান,তদন্ত চলছে,জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তদন্তের স্বার্থে ছিনতাইকারীদের না ধরা পর্যন্ত কিছু বলা যাবে না।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭