দাসপুরের আজুড়িয়াতে ‘আলোর খোঁজে’ পত্রিকার পুজো সংখ্যা প্রকাশ

 শ্রীকান্ত ভুঁইঞা: ‘আলোর খোঁজে’-এর পুজো সংখ্যা-২০১৯ প্রকাশিত হল। ২৯ সেপ্টেম্বর দুপুরে দাসপুর-২ ব্লকের আজুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে এক সাহিত্যানুষ্ঠানের মাধ্যমে ওই পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন তথা প্রকাশ করেন ময়না কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তথা সাহিত্যিক প্রশান্ত সামন্ত। ওই পত্রিকার সম্পাদক দেবাশিস চক্রবর্তী বলেন, এটি আমাদের পত্রিকার সপ্তমবর্ষের দ্বিতীয় সংখ্যা। প্রাতঃস্মরণীয় মনীষী বিদ্যাসাগরের দ্বিশত জন্ম জয়ন্তীকে সামনে রেখে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই সংখ্যাটির নাম দেওয়া হয়েছে ‘ভাবনায় বিদ্যাসাগর’।

ওই পত্রিকার গ্রন্থস্বত্বাধিকারী হৃদয়রঞ্জন ঘোড়ই বলেন, ওইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক দুর্গাপদ ঘাঁটি, পলাশপাই বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেণুকা সামন্ত। অনুষ্ঠানটি প্রাঞ্জলভাবে পৌরহিত্য ও সঞ্চালনা করেন আজুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয়কুমার দিণ্ডা এবং সহ শিক্ষক রবিশঙ্কর মাজি। এই পত্রিকার স্থায়ী প্রকাশক দিলীপ পাল বলেন, দীর্ঘ সাত বছর এই পত্রিকা কঠোর পরিশ্রম করে এলাকার সাহিত্যপ্রেমী মানুষের হৃয়ের মণিকোঠায় পৌঁছে গিয়েছে। এলাকার সব বয়সের সাহিত্যক ও পাঠকদের দেওয়া কবিতা, আবৃত্তি, গল্প এই পত্রিকাতে প্রকাশ করা হয়। এদিন এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে এলাকার বহু মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মত।

রবীন্দ্র কর্মকার: ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177