এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মৌমাছির আক্রমণে জখম পথচারী।

Published on: November 23, 2019 । 11:16 PM

নিজস্ব সংবাদদাতা: দাসপুরে মৌমাছির কামড়ে জখম হলেন বেশ কয়েকজন পথচারী। ২২ নভেম্বর দাসপুর-২ ব্লকের রামনগরে ওই ঘটনাটি ঘটে। মৌমাছির কামড়ে জখম দুবরাজপুর গ্রামের বাসিন্দা শঙ্কর কর্মকার ও অঙ্কন কর্মকার বলেন, ওইদিন সোনাখালি থেকে একটি কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলাম। ওইসময় রামনগর প্রাথমিক বিদ্যালয়ের পেছনে রাস্তার মাঝেই মৌমাছির দল হঠাৎ আমাদের উপর উড়ে গায়ে, মাথায় বসতে থাকে ও হুল ফোটাতে থাকে। ওই সময় আরও কিছু পথচলতি মানুষ মৌমাছির হুলে আক্রান্ত হন। শঙ্করবাবু বলেন, যন্ত্রণায় রাস্তাতেই বাইক ফেলে আমরা দুজন পাশের এক বাসিন্দার বাড়িতে  ঢুকে রেহাই পাই। কোনও রকমে বাড়ি ফিরে চিকিৎসা করাতে হয়। সম্ভবত, মৌমাছির চাকে কেউ আঘাত করায় বা নাড়া দেওয়ায় এই বিপত্তি ঘটে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177