তৃপ্তি পাল কর্মকার: দাসপুর-২ ব্লকের ভুঁঞ্যাড়া নব অরুণোদয় সংঘের পরিচালনায় ৫০তম বর্ষের শ্যামাপুজোকে ঘিরে মেতে উঠেছে এলাকাবাসী।ওই সংঘের সভাপতি বিমল ফদিকার, সম্পাদক সুশান্ত মণ্ডল বলেন, ৫০তম বর্ষের কালীপুজো উপলক্ষ্যে ৫০টি ঢাকের বাদ্য সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাসমারোহে শোভাযাত্রা সহকারে হয় ঘটস্থাপন পর্ব।পুজোটিকে ঘিরে প্রচুর মানুষ ভিড় জমান বলে জানান সংঘের সদস্যরা।
দাসপুরের ভুঁঞ্যাড়া নব অরুণোদয় সংঘের ৫০ তম বর্ষের শ্যামাপুজোকে ঘিরে বিপুল উৎসাহ
Published on: February 22, 2020 । 10:55 PM










