এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণা-গড়বেতা রাজ্য সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ১

Published on: June 13, 2022 । 10:57 AM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: সাতসকালে গতির বলি দুই বাইক আরোহী, আশঙ্খাজনক এক। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা-গড়বেতা রাজ্য সড়কের আমশোল এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে, জানা যায়, এদিন সকাল নাগাদ চন্দ্রকোণা থেকে গড়বেতাগামী রাজ্য সড়কের উপর দুই দিক থেকে আসা দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গড়বেতার আমশেল এলাকার বাসিন্দা রাম ঘোষ বয়স (৪৫), পেশায় রংমিস্ত্রি মোটর বাইকে করে চন্দ্রকোণার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময়ই চন্দ্রকোণা থেকে গড়বেতা গামী একটি মোটর বাইকের গতি বেশি থাকায় রামের বাইকে দ্রুতবেগে ধাক্কা মারলে ছিটকে পড়ে তিন বাইক আরোহী। দ্রুত স্থানীয়রা তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের, এমন স্থানীয় সূত্রের খবর। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পাঠিয়েছে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে। ঘটনার স্থলে পুলিশ, রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে, বন্ধ যান চলাচল।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]