বীরসিংহে জেলা শাসকের উদ্যোগে শুরু হল ধান ক্রয় কেন্দ্র

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ: গত ২৮ অক্টোবর বীরসিংহে এসেছিলেন জেলা শাসক আয়েষা রাণী। ওই সময় তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল বীরসিংহ গ্রামে নির্ধারিত দামে সরকারি ধান ক্রয় কেন্দ্র খোলার আবেদন। কথা দিয়েছিলেন এবং তা রাখলেনও। আজ ১৬ ডিসেম্বর বীরসিংহ গ্রামে চালু হল সরকারি ধান ক্রয় কেন্দ্র। কুইন্টাল প্রতি দুহাজার চল্লিশ টাকা দরে প্রথম দিন পঞ্চাশ জন কৃষকের কাছ থেকে জন প্রতি ১৫ কুইন্টাল ধান সংগ্রহ করা হবে জানালেন ঘাটাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায়। এখান থেকে ৩ হাজার কুইন্টাল ধান প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে আরও ৫ হাজার কুইন্টাল ধান কেনার অনুমতি পাওয়া গেছে বলে তিনি জানান। আগামীকাল থেকেই শুরু হবে গ্রামে গ্রামে গিয়ে ধান কেনার কর্মসূচি। ধান সংগ্রহ করছে সিংহডাঙ্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতি। সমস্ত দিক সামলাচ্ছেন বীরসিংহ গ্রাম পঞ্চায়েত প্রধান ঝুমা কারক খাঁ এবং অসিত চক্রবর্তী, তাপস সিংহ, সুব্রত ঘোষ, নিমাই ঘোষ, বিল্টু সাঁতরা,স্বপন চক্রবর্তী, শুভংকর সাঁতরা প্রমুখরা।

রবীন্দ্র কর্মকার: ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177