এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিদ্যালয়ে জন্মদিন ও বিদায়ী সংবর্ধনা পালন

Published on: December 17, 2025 । 8:59 PM

সৌমি নাগ দত্ত: ১৭ ডিসেম্বর বুধবার কামালপুর বাগবেড় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্মদিন পালন ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানটি কামালপুর বাগবেড় প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক কাশীনাথ দত্ত, সহশিক্ষক আশিস সাউ, সন্দীপ সাউ ও অভিভাবকদের সহায়তায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের নিয়েই অনুষ্ঠানটি পালিত হয়। যাদের এই মাসে জন্মদিন তাদের জন্মদিন পালিত হল কেক কেটে। এই বিশেষ দিনে বিদ্যালয়ের মিড ডে মিলের মেনুতে রাখা হয়েছিল ভাত, মিক্সড সবজি,চিকেন কষা, নলেন গুড়ের পায়েস, নলেন গুড়ের রসগোল্লা ও হজমোলা। এই ব্যবস্থায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষকরা ও অভিভাবকরা খুবই খুশি হয়।

সৌমি নাগ দত্ত

আমি সৌমি নাগ দত্ত[M: 9732738015/9932953367]। গৃহস্থালীর দায়িত্ব সামলানোর পাশাপাশি আমি লেখালেখিকে আমার একান্ত শখ হিসেবে লালন করি। মূলত জীবনের অভিজ্ঞতা, পারিবারিক বন্ধন এবং সমাজের সূক্ষ্ম বিষয়াবলী আমার লেখার বিষয়বস্তু। আমার লক্ষ্য হলো সহজ ভাষায় পাঠকের কাছে আমার ভাবনাগুলি পৌঁছে দেওয়া এবং তাদের মনে এক নতুন দৃষ্টিকোণ তৈরি করা।