Breaking! মেদিনীপুর কোর্টে হাজির হলেন ভারতী ঘোষ

জল্পনার অবসান, জেলার প্রাক্তন পুলিস সুপার ভারতী ঘোষ আজ মেদিনীপুর কোর্টে হাজির হলেন।

জানাগেছে,ভারতী ঘোষ আজ মেদিনীপুর কোর্টে হাজিরা দিতে এসে নিজেই সওয়াল করলেন। কেন তাকে পলাতক দেখানো হচ্ছে তা জানতে চাওয়ার পাশাপাশি রাজীবকে বাঁচানোর বিষয়েও প্রশ্ন তোলেন। জানতে চান, কেন তার ঠাকুর ঘরে লাথি মারা হল?

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!