করোনা: করণীয় ও ঘাটাল মহকুমার জন্য হেল্পলাইন

তনুশ্রী সামন্ত: অসুস্থ না হলে দেশ বা রাজ্যের বাইরে থেকে যাঁরা আসবেন তাঁদের নিয়ে অযথা আতঙ্ক করার দরকার নেই বলে জানালেন ঘাটালের মহকুমা শাসক অসীম পাল। তিনি বলেন, যদি দেখা যায় বাইরে থেকে আসার পর অসুস্থ হয়েছেন তবেই প্রশাসনকে খবর দিতে হবে। তা না হলে রাজ্য বা দেশের বাইরে থেকে এলাকায় কাউকে দেখতে পেলে তাঁদের ১৪দিন বাড়ির মধ্যেই রেখে পর্যবেক্ষণ করতে হবে তাঁর করোনার কোনও লক্ষণ দেখা যাচ্ছে নাকি। এদিকে ঘাটাল মহকুমায় করোনার জন্য কোনও হেল্পলাইন হয়নি বলে জানা গিয়েছে। মহকুমা শাসক বলেন, করোনার কোনও তথ্য থাকলে জেলার হেল্পলাইন ০৩২২২২৭৫৮৯৪ কিম্বা ল্যান্ডলাইন থেকে ১০৭৭ এই নম্বরে অভিযোগ ও তথ্য জানানো যাবে। আরও জরুরি কিছু থাকলে সংশ্লিষ্ট থানা বা বিডিও অফিসে জানাতে হবে।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad