কীভাবে নাবালিকা বিয়ে বন্ধ হচ্ছে তা দেখতেই দিল্লি থেকে টিম এলো মহারাজপুর স্কুলে

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: হতে চাই না বিয়ের পাত্রী, হতে চাই স্কুল ছাত্রী এই স্লোগান দিয়ে স্কুলের ছাত্রীরা পথে নামলো। মঙ্গলবার ঘাটাল ব্লকের মহারাজপুর হাইস্কুলের ছাত্রীদের এই স্লোগান দিয়ে প্ল্যাকার্ড হাতে দেখা গেলো। স্কুলের ছাত্রীদের নাবালিকা বিয়ে বন্ধ নিয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত তা খতিয়ে দেখতে আজ দিল্লি থেকে তিন প্রতিনিধির ‘শক্তি বাহিনী’ নামে একটি দল এই স্কুলে আসে। সেখানেই তারা ছাত্রছাত্রীদের সঙ্গে Rally তে পা মেলান এবং ছাত্রীরা এই স্লোগান দেন। ওই তিনজন ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় মানুষজনদের সঙ্গেও কথা বলেন বলে জানা যাচ্ছে।

স্কুলের প্রধান শিক্ষক কী এ বিষয়ে কী জানালেন দেখুন…

প্রত্যন্ত গ্ৰামাঞ্চলের এই স্কুলে এক সময় ধীরে ধীরে ছাত্রীর সংখ্যা কমতে থাকে। যার মধ্যে বেশিরভাগ ছাত্রীর ১৮ পার হতে না হতেই বিয়ে হয়ে যেতো। বিষয়টি প্রধান শিক্ষককে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিল। এরপর তিনি নিজেই উদ্যোগ নেন এই নাবালিকা বিয়ে বন্ধ করার। স্কুল শেষে কাঁধে ঝোলানো হাত মাইক নিয়ে নিজেই বেরিয়ে পড়তেন প্রচার করতে। গ্ৰামের অলিগলিতে ঘুরে ঘুরে বাবা-মায়েদের নাবালিকা বিয়ের ক্ষতিকারক দিকগুলির কথা বোঝাতেন। পাশাপাশি অভিভাবক এবং ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত কাউন্সেলিঙের মাধ্যমে বুঝিয়েছেন নাবালিকা মেয়ের বিয়ে দেওয়া ঠিক নয়। এইভাবে এখন ওই স্কুলের পাশাপাশি এলাকাতে নাবালিকা বিয়ের সংখ্যা আগের থেকে অনেকটাই কমেছে। স্কুলের ছাত্রীর সংখ্যাও যথেষ্টই রয়েছে। এই কারণেই এলাকার মানুষের কাছে অত্যন্ত প্রিয় প্রধান শিক্ষক হয়ে উঠেছেন সুভাষবাবু।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]