এবার দাসপুরের সিভিক করোনা আক্রান্ত হলেন

ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ২২ আগস্ট ২০২০
•লালা রস নেওয়া হয়েছিল: ০০ আগস্ট ২০২০ •রিপোর্ট এসেছে: ০০ আগস্ট ২০২০
•ঘাটাল মহকুমায় নতুন সংক্রমিত হয়েছেন=০০জন •জেলায়(ঘাটাল সহ) মোট=০০জন
•অ্যান্টিজেন্ট টেস্টে নতুন সংক্রমিত=(আজ রিপোর্ট আসেনি) •জেলায়(ঘাটাল সহ) মোট= (আজ রিপোর্ট আসেনি)
•রিপিট টেস্ট (ঘাটাল মহকুমায়)=০০জন •জেলায়(ঘাটাল সহ)মোট=০০জন
ঘাটাল মহকুমা হাসপাতাল: ঘাটাল মহকুমার কেউ নেই। মোট:০০ জন। #সংক্ষিপ্ত পরিচয়:
দাসপুর গ্রামীণ হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই।মোট:০০ জন। #সংক্ষিপ্ত পরিচয়:
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র:
ঘাটাল মহকুমার কেউ নেই। মোট:০০ জন। #সংক্ষিপ্ত পরিচয়:
বীরসিংহ বিদ্যাসাগর হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই। মোট:০০ জন। #সংক্ষিপ্ত পরিচয়:
ক্ষীরপাই হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই। মোট:০০ জন। #সংক্ষিপ্ত পরিচয়:
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই। মোট:০০ জন। #সংক্ষিপ্ত পরিচয়:
অ্যান্টিজেন
[সঙ্গে সঙ্গে রিপোর্ট]: •আজ আমাদের ’স্থানীয় সংবাদ’-এর দপ্তরে অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট আসেনি। এই রিপোর্ট সব দিন আসে না। এলে এখানে যোগ করে দেওয়া হবে। তাই •এই লিঙ্কটা মাঝে মাঝে রিফ্রেস করবেন। রিফ্রেস করলে যদি ওই রিপোর্ট আসে সেটা পেয়ে যাবেন এবং আজকে প্রকাশিত রিপোর্টের নতুন সংশোধন থাকলে সেটাও পেয়ে যাবেন।
রিপিট টেস্ট:
•মোট:১৬জন। •শালবনী:।
আয়ুস:[শালবনী ও আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয়।]
‘স্থানীয় সংবাদ’
(ঘাটাল মহকুমার অপ্রতিদ্বন্দ্বী সংবাদ মাধ্যম ):ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!