মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ইঞ্জিন ভ্যানের ধাক্কায় বাইক চালকের মৃত্যু। আজ রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার পিংলাসে। মৃত ব্যক্তির নাম টুটুল চৌধুরী(৩৮)। বাড়ি ওই কেশপুর থানার গোলারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুটুলবাবু বাইকে করে পিংলাস থেকে বাড়ি আসছিলেন। সেই সময় ইঞ্জিন ভ্যান তাঁর বাইকে ধাক্কা মারলে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাঁকে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পিক-আপ ভ্যানটিকে পুলিশ আটক করেছে।
চন্দ্রকোণায় ভ্যানের ধাক্কায় বাইক চালকের মৃত্যু
By মন্দিরা মাজি
Published on: January 12, 2022 । 11:22 PM





