এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণা কলেজে প্রিন্সিপ্যালের রুমে ঢুকে টিআইসিকে হুমকি ও শিক্ষাকর্মীদের মারধর ছাত্রনেতার

Published on: January 29, 2020 । 9:05 AM

নিজস্ব সংবাদদাতা:চন্দ্রকোণার কলেজের মহিলা টিআইসিকে হুমকি ও লাঞ্ছনা করার অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে।  একই সঙ্গে ওই কলেজের শিক্ষাকর্মীদের কলার ধরা এবং ঘাড় ধাক্কা দেওয়ারও অভিযোগ উঠেছে ওই  নেতা ও পারিষদদের বিরুদ্ধে। ওই ঘটনায় ক্ষুব্ধ কলেজের অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মীরা। ছাত্র সংগঠনটি যেহেতু শাসক দলের আশীর্বাদ ধন্য তাই ভয়ে ওই নেতা এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে এফআইআর না করে ২৮ জানুয়ারি কলেজেই কালো ব্যাজ পরে প্রতিবাদ করলেন কলেজের অধ্যাপক-অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীরা। কারণ এফআইআর করলে আগামী দিনে হতে পারে আরও বিপত্তি। লাটে উঠতে পারে ওই কলেজের পড়াশোনা।

 

কেন কলেজে গিয়ে ওই হুমকি? এর উত্তরে কলেজের অধ্যাপকরা জানান, ওই কলেজে  ছাত্র সংসদ নেই। তাই  নিয়ম মতো কলেজের পুজো সহ অন্যান্য অনুষ্ঠানের খরচ কলেজেরই অধ্যাপক বা শিক্ষা কর্মীরা পরিচালনা করেন। ২২ জানুয়ারি দুপুরে কলেজে হঠাৎ করে ওই নেতা কয়েক জন  বহিরাগতকে নিয়ে টিআইসির রুমে প্রবেশ করে দরজা ভেতরের দিক থেকে লক করে দিয়ে টিআইসিকে অকথ্য ভাষায় যাতা বলেন। রুমের মধ্যে থাকা দুই শিক্ষা কর্মীকে মারধর ও ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। ছাত্রছাত্রীদের সরস্বতী পুজো তাই ছাত্রছাত্রীদের  হাতেই পুজোর খরচ পরিচালনা করার দায়িত্ব দিতে হবে, এই দাবি তুলেই তারা ওই অভব্য আচরণ করেছিল বলে কলেজ সূত্রে জানানো হয়েছে।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad