সৌমেন মিশ্র: রাজ্যের করোনা পরিস্থির ভয়াবহ পরিণতি হতে চলেছে। আজ সকালেই করোনা আক্রান্তের খবর মিলল দাসপুর থেকে। আক্রান্ত পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত নিজামপুর এর বাসিন্দা,৩০ বছর বয়স। ২২ মার্চ মুম্বাই থেকে ফিরে ছিল। ২৮ মার্চ মেদিনীপুর মেডিকেলে ভর্তি হয়েছিল। গতকাল রাতে করোনা পজিটিভ ধরা পড়েছে। আজকে তাকে বেলেঘাটা রেফার করা হচ্ছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











