করোনা: বিক্রি নেই ফুল, দাসপুরে মাঠেই শুকোচ্ছে ‘প্রেমের গোলাপ’

ইন্দ্রজিত মিশ্র: মাঠের পর মাঠ নানান রঙের সমারোহ। মনটা দিব্যি ভালো হয়ে যায় মাঠভরা রামধনুর রঙ দেখলে। বাহারি ফুলের সমারোহে কার না মন ভালো হয়? কিন্তু মন ভালো নেই দাসপুরের ফুলচাষিদের। আজকের এই মহাসংকটের দিনে কে কিনবে ফুল? করোনা অতিমারীর কোপে ফুলচাষিরা। দাসপুরের বিভিন্ন এলাকায় মাঠের পর মাঠ ফুল বাগিচার ফুল নষ্ট হতে বসেছে। ছলছল চোখে ফুলচাষিরা অসহায়তার মধ্যে কাটাচ্ছে প্রতিটা দিন। তাদের ফুল চাষে বিনিয়োগ করা অর্থের পুরোটাই চলে গেল এমনি এমনি। কঠোর পরিশ্রমের ফুল তুলে ফেলে দিতে হচ্ছে গাছ নষ্টের ভয়ে। গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। বাজার হাট, যানবাহন বন্ধ। ফুল বিক্রি নেই। গাছেই নষ্ট হচ্ছে ফুল। তুলে নেওয়া গাছের সেই সব ফুল আজ আবর্জনা হিসেবে ফেলে দিতে হচ্ছে। বিষন্ন হৃদয়ে ভগ্নমনোরথে ফুলচাষিরা ফুল চাষের ক্ষতিপূরণের জন্য তাকিয়ে আছে সরকারের দিকে।

 

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।