এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের সোনাখালীতে প্রয়াত সিপিএম নেতার স্মরণ সভা

Published on: September 15, 2019 । 6:37 PM

শ্রীকান্ত ভূঁইয়া: গত ১১ আগস্ট ৯০ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন দাসপুরের প্রবীণ সিপিএম নেতা শীতলচন্দ্র শী। আজ ১৫ সেপ্টেম্বর ঘাটালের সোনাখালীতে তার স্মরণ সভা করে সিপিএম নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক তরুণ রায়, সদস্য মেঘনাথ ভূঁইয়া, সমর মুখোপাধ্যায়, অশোক সাঁতরা, সুনীল অধিকারী, অজিত বুড়াই, রামচন্দ্র মাইতি প্রমূখ। প্রয়াত শীতলচন্দ্র শ্রী তার রাজনৈতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। এক সময় তিনি জেলা পরিষদের সদস্যও ছিলেন। এই সভা থেকে তাঁর দীর্ঘ ৬৩ বছরের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করা হয়। স্মরণ সভাতে ভিড় ছিল চোখে পড়ার মত।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।