একাধিক দুর্নীতির প্রতিকারে ঘাটাল পাঁশকুড়া সড়কে সিপিএম

সন্তু বেরা ও ইন্দ্রজিৎ মিশ্রঃ বেহাল ঘাটাল পাঁশকুড়া সড়কের সারাই,ঘাটাল মাস্টার প্ল্যানের দ্রুত রূপায়ণ,মহকুমার বন্যা পরিস্থিতির দূরীকরণ,গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে আমফান সহ নানা সরকারি কাজে দুর্নীতির প্রতিকার সহ একাধিক দাবিতে বিক্ষোভে সামিল দাসপুরের সিপিএমের কর্মী সমর্থকরা। শনিবার সকাল প্রায় ১০টা থেকে দাসপুর জুড়ে উত্তাল লাল পতাকার দল।

দাসপুরের কলোড়া ও দাসপুর বাজার এলাকায় ঘাটাল পাঁশকুড়া সড়কে সিপিএমের কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করে তাদের দাবির বাস্তবায়নের পক্ষে আওয়াজ তোলেন। এদিনের মিছিলে শতাধিক সিপিএমের কর্মী সমর্থকদের উপস্থিতি দেখা যায়।

ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর ও কলোড়ায় রাস্তার উপর বসেই পথ আটকে সিপিএম তাঁদের দাবি আদায়ে লড়াকু মনোভাব দেখায়। দাসপুরের সিপিএম নেতা গুনধর বোস জানান,তাঁদের সমস্ত দাবি মেনে প্রশাসন পদক্ষেপ নিলেই তাঁরা অবস্থান বিক্ষোভ থেকে সরবেন।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭