ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: মদ্যপ অবস্থায় বাইক চালতে গিয়ে দুর্ঘটনার মুখে বাইক আরোহী। আজ ২১ জুলাই দাসপুর থানার কামালপুরে ওই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, এই যুবক প্রচন্ড মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কিশোরকে ধাক্কা দিতে দিতে অল্পের জন্য রক্ষা পান। পরক্ষণেই যুবকটি বাইক নিয়ে পড়ে গিয়ে জখম হন বলে জানা যায়। যুবকটির প্যান্টের পকেট থেকেও একটি মদের বোতল উদ্ধার হয়।
এই ঘটনার পরই স্থানীয়রা ওই রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে বিক্ষোভ দেখান।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











