এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের গ্রামপঞ্চায়েত অফিসে ৬টি ল্যাপটপ চুরি

Published on: July 16, 2021 । 2:53 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: রানিচক গ্রামপঞ্চায়েতের পর এবার নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতে চুরি। আজ ১৬ জুলাই সকালে দাসপুর-২ ব্লকের নিশ্চিন্তপুর গ্রামপঞ্চায়েতের চুরির খবরটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গ্রামপঞ্চায়েত থেকে ছটি ল্যাপটপ, একটি স্ক্যানার এবং সিসিটিভি ফুটেজ স্টোরেজের হার্ডডিক্সটি বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে চলে যায়। ঘটনার তদন্তে নেমেছ পুলিস। নিশ্চিন্তপুর গ্রামপঞ্চায়েত কার্যালয়ের জানালার রড কেটে এভাবেই রুমের মধ্যে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা

আজ সকালে নিশ্চিন্তপুর গ্রামপঞ্চায়েতের কর্মী মিলনবিথী সাহা গ্রামপঞ্চায়েত কার্যালয় খুলতে এসে চুরির ঘটনাটি প্রথমে জানতে পারেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিশ্চিন্তপুর গ্রামপঞ্চায়েত অফিসে কর্মী ও জনপ্রতিনিধিরা ছিলেন। প্রসঙ্গত, কয়েক দিন আগে ওই ব্লকের রানিচক গ্রামপঞ্চায়েতেও চুরি হয়েছিল বলে রানিচক গ্রামপঞ্চায়েত প্রধান দর্পন মাইতি জানিয়েছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।