দাসপুর জুড়ে তৃণমূলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ২১ জুলাই ঘাটাল মহকুমা জুড়ে পালন হল শহীদ দিবস। ২৮ বছর আগে অর্থাৎ ১৯৯৩ সালের আজকের দিনে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয় পত্রের দাবিতে মহাকরণ অভিযানে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেস কর্মী। তখন থেকেই ২১ -এ জুলাইকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। তবে ২০১১ সালে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় আসার পর ২১ এ জুলাইকে শহীদ দিবসের মর্যাদা দেন। আর তখন থেকেই বাংলাতে তৃণমূল এই দিনটি পালন করে আসছে শহিদ দিবস হিসেবে। দাসপুর-১ ব্লকের সাগরপুরে ২১জুলাই উপলক্ষে পালন হল শহীদ দিবস। তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন পর্ব দিয়ে দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া অনুষ্ঠানের সূচনা করেন। বুথ সভাপতি বলরাম হাইত বলেন, এদিন এই শহীদ দিবস উপলক্ষে এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় বুথের পক্ষ থেকে। পদমপুর সুজানগর তৃণমূল কংগ্রেস বুথ কমিটির উদ্যোগে আজ ২১ জুলাই দিবস পালিত হয়। শহীদ বেদিতে মাল্য দান করা হয়। এছাড়াও দাসপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাসপুর বাসস্টপে একটি জাইন্ড স্ক্রিন লাগানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। অন্যদিকে খেপুত অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথে বুথে শহীদ দিবস পালন হয়। দাসপুরের কুঞ্জপুরেও তৃণমূলের শহীদ দিবস পালন হয় দলীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।