দাসপুরে বৃষ্টিতে উল্টে গেল প্রাচীন বটগাছ

অতনু দিয়ান: আজ ১৮ আগষ্ট বৃষ্টিতে উল্টে গেল প্রাচীন বটবৃক্ষ। দাসপুর ২ ব্লকের গোছাতি বটতলার শতাব্দী প্রাচীন বটবৃক্ষের অর্ধেক মাটি উপড়ে নিয়ে উল্টে গেল খালে। এনিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, বর্ষার কারণে খালে জল এসেছে, এদিকে কদিন লাগাতার বৃষ্টিতে মাটি আলগা হয়েই গাছটি উল্টে গিয়েছে। শতাব্দী প্রাচীন এই গাছটি উল্টে যাওয়ায় মন খারাপ এলাকার মানুষের।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad