মন্দিরা মাজি: আজ দুপুরে চন্দ্রকোণা থানার শালঝাটিতে মাঠে ধান জমিতে কাজ করছিলেন এক চাষি। হঠাৎ বজ্রাঘাতে মৃত্যু হল তাঁর। ওই চাষির নাম জগন্নাথ সিং(৫২) ঘাটাল থানার চন্দননগরে বাড়ি। ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত রায় বলেন, ঘটনাটি জানার পরই আমরা বিপর্যয় মোকাবিলা দপ্তরে খবর দিই। প্রশাসনের নির্দেশ মতো পুলিসকে জানানো হয়। পুলিশ মৃতদেহের ময়নাতদন্ত করার ব্যবস্থা করে।
চন্দ্রকোণায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু কৃষকের
By মন্দিরা মাজি
Published on: July 30, 2022 । 10:33 PM





