নিজস্ব সংবাদদাতা (২৪জুলাই ২০২০): মনে পড়ছে দাসপুর কৃষ্টি সংসদের সামনে ঠেলাগাড়িতে করে দীর্ঘ দিন ধরে এগরোল, চাউমিন বিক্রি করতেন এক ভদ্রলোক? তিনিই গত কাল শালবনী করোনা হাসপাতালে মারা গেলেন। তিনি কয়েক দিন আগে করোনা সংক্রমিত হয়ে শালবনী হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। গত রাতে মারা যান। তাঁর বাড়ি ঘাটাল শহরের কোন্নগর ১৩ নম্বর ওয়ার্ডে।
করোনা হাসপাতালে মৃত্যু দাসপুরের এগরোল বিক্রেতার








