শ্রীকান্ত ভূঁইয়া: লক্ষ্মী পুজোর রাতেই হঠাৎ অসুস্থ হয়ে মণ্ডপের পাশেই মাটিতে লুটিয়ে পড়ে দাসপুরের জগন্নাথপুর সর্বজনীন লক্ষ্মী পুজো কমিটির এক সদস্য। তারপর কমিটির অন্যান্য সদস্যরা তৎপরতার সাথে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম পাপ্পু বেরা, বয়স ২৮, বাড়ি দাসপুরের খুকুরদহে। পুজো কমিটির সদস্য নির্মল মাজি জানিয়েছেন, পাপু পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। জগন্নাথপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় তার একটি ফার্নিচার দোকানও রয়েছে। ঘটনাটি ঘটেছে ১৩ অক্টোবর রবিবার রাত ১ টা নাগাদ। পরিবারে শোকের ছায়া।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











