মহকুমায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু একজনের: ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন ৩

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মহকূমায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। এই মুহূর্তে ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন।

পৌরসভা এলাকা ও গ্রাম গঞ্জগুলিতে চলছে সচেতনতা মূলক প্রচার। ঘাটাল, চন্দ্রকোনা, রামজীবনপুর, ক্ষীরপাই পৌর এলাকাগুলোয় সচেতনতামূলক প্রচার সাফাই অভিযান চালানো হচ্ছে। গ্রাম গঞ্জে স্কুল পড়ুয়া থেকে প্রশাসনের আধিকারিকরাও চালাচ্ছে প্রচার । মহকুমা প্রশাসন সুত্রে খবর ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার রাতে মৃত্যু হয়েছে দাসপুর থানার বারজালাল পুর গ্রামের (৬৮) বছর বয়সী রাসবিহারী বাগের।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।