এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গৃহবধূর গলায় জুতোর মালা: সাংসদ দেব পুলিসকে ফোন করে কী বললেন?

Published on: June 27, 2021 । 6:18 PM

তৃপ্তি পাল কর্মকার👆স্থানীয় সংবাদ•ঘাটাল: আজ ২৭ জুন সকালে ঘাটাল থানার প্রতাপপুরের গৃহবধূকে গলায় জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয়েছিল। সেই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ফোন করলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী(দেব)। সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, আজ বিকেল ৫টা নাগাদ দেবদা ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিককে ফোন করে বিষয়টি কড়া হাতে নেওয়ার জন্য বলেছেন। দেবের এই উদ্যোগে খুশি ঘাটাল মহকুমার বাসিন্দারা। •এই ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত খবর আমার একটু পরেই আপলোড করছি। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের  https://ghatal.net/এই পোর্টালটিতে নিয়মিত চোখ রাখুন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad