এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

এবার থেকে ইন্টারনেট ছাড়াই টিভি, ভিডিও, খেলা দেখতে পাওয়া যাবে

Published on: December 21, 2025 । 9:57 PM
কাজলকান্তি কর্মকার
কাজলকান্তি কর্মকার
প্রতিবেদক রাজ্যস্তরের প্রথম শ্রেণির বাংলা দৈনিক সংবাদপত্রের সাংবাদিক
📞 +919933066200 WhatsApp

কাজলকান্তি কর্মকার[M>9933066200]: না, মাসে মাসে মোবাইল রিচার্জ করতে হবে না। এবার কোনও রকম ডেটা প্যাক ব্যবহার না করেই মোবাইল থেকে টিভি, খবর, খেলা দেখতে পারবেন। সম্প্রতি এমনই প্রযুক্তি চালু হতে চলেছে সারা দেশে। ইতিমধ্যে ভারতের কয়েকটি জায়গায় এই প্রযুক্তি পরীক্ষামূলক ভাবে চলছে। হয়তো আর এক দেড় বছরের মধ্যেই সারা ভারতে চালু হয়ে যাবে।
এই পদ্ধতিকে বলা হচ্ছে ডাইরেক্ট-টু-মোবাইল(Direct-to-Mobile) সংক্ষেপে D2M. এটা এমন এক প্রযুক্তি যার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনে ইন্টারনেট বা সিম কার্ডের ডেটা ছাড়াই লাইভ টিভি বা ভিডিও দেখতে পারবেন। আমরা সাধারণত বাড়িতে যেভাবে ডিশ বা এন্টেনার মাধ্যমে টিভিতে খেলা বা খবর দেখি, ঠিক সেই একই পদ্ধতিতে সরাসরি সিগন্যাল আসবে আপনার মোবাইলে। এটি মূলত রেডিও তরঙ্গের মতো কাজ করে। যা সরাসরি আপনার ফোনের বিশেষ চিপসেট গ্রহণ করবে। এর ফলে রাস্তাঘাটে

বা যেসব প্রত্যন্ত এলাকায় যেখানে ইন্টারনেটের সিগন্যাল খুব দুর্বল, সেখানেও কোনও বাধা ছাড়াই ভিডিও দেখা সম্ভব হবে।
এই প্রজেক্টটির গুরুত্ব অনেক। প্রথমত, এটি সাধারণ মানুষের ইন্টারনেটের খরচ অনেক কমিয়ে দেবে। দ্বিতীয়ত, যুদ্ধের সময় বা বড় কোনও প্রাকৃতিক দুর্যোগে যখন মোবাইল নেটওয়ার্ক টাওয়ার অকেজো হয়ে যায়, তখন সরকার এই প্রযুক্তির মাধ্যমে সরাসরি মানুষের কাছে জরুরি তথ্য ও সতর্কবার্তা পৌঁছে দিতে পারবে। এছাড়া প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদের কাছে শিক্ষার বিভিন্ন অনুষ্ঠান পৌঁছে দেওয়ার জন্য এটি একটি দুর্দান্ত মাধ্যম হতে পারে।
ভারতে এই প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতি মধ্যেই দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং নয়ডাসহ দেশের প্রায় ১৯টি শহরে এর পরীক্ষামূলক ট্রায়াল বা ‘প্রুফ অফ কনসেপ্ট’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ভারত সরকার ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ এর বড় আকারের প্রকাশ করতে পারে বলে আশা করা হচ্ছে। ২০২৬ সালের শেষ নাগাদ বাণিজ্যিক পরিষেবা শুরু করার লক্ষ্য নিয়েছে।
আমাদের কাছে আনন্দের বিষয়, এই প্রযুক্তিটি সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি করেছে আইআইটি কানপুর এবং সাঙ্খ্য ল্যাবস (Saankhya Labs)। খরচের দিক থেকে এটি অত্যন্ত সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। গ্রাহকদের জন্য কোনও মাসিক রিচার্জ বা ডেটা প্যাকের

প্রয়োজন হবে না। তবে পুরনো ফোনে এই সুবিধা পেতে আনুমানিক ৫০০ থেকে ৬০০ টাকার একটি ছোট ডঙ্গলের প্রয়োজন হতে পারে। এছাড়া লাভার (Lava) মতো দেশীয় কোম্পানিগুলো মাত্র ২,০০০ থেকে ২,৫০০ টাকার মধ্যে D2M সুবিধা সম্বলিত বিশেষ ফোন বাজারে আনার কাজ শুরু করেছে, যা সাধারণ মানুষের জন্য বিনোদনকে আরও সস্তা ও সহজলভ্য করে তুলবে।
তবে মনে রাখতে হবে, D2M মূলত একটি ব্রডকাস্টিং বা সম্প্রচার প্রযুক্তি। সাধারণ টু-ওয়ে ইন্টারনেট নয়। তাই এটি দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া পুরোপুরি ব্যবহার করা যাবে না। কারণ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ব্যবহার করার সময় আপলোড এবং ডাউনলোডের বিষয়টি থাকে। কিন্তু D2M রেডিও বা টিভির মতো একমুখী (One-way) সম্প্রচার প্রযুক্তি। তাই এটি দিয়ে এই অ্যাপগুলো সাধারণ ইন্টারনেটের মতো চালানো যাবে না। তবে ইউটিউবের জনপ্রিয় ভিডিও বা নেটফ্লিক্স-এর মতো ওটিটি কনটেন্টগুলো ব্রডকাস্টাররা চাইলে D2M সিগন্যালের মাধ্যমে সরাসরি আপনার ফোনে পাঠাতে পারবে। অর্থাৎ, আপনি ডেটা খরচ ছাড়াই জনপ্রিয় ভিডিওগুলো দেখতে পারবেন। সরকার বা সংবাদ সংস্থাগুলো চাইলে তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট বা জরুরি আপডেটগুলো এই সিগন্যালের মাধ্যমে সরাসরি সমস্ত মোবাইলে সম্প্রচার করতে পারবে। ভারত সরকার প্রসার ভারতীর মতো নিজস্ব কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা অ্যাপ তৈরি করছে, যার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ভিডিওগুলো D2M-এর মাধ্যমে বিনামূল্যে দেখা যেতে পারে।
সহজ কথায়, এটি দিয়ে আপনি বন্ধুদের মেসেজ পাঠাতে পারবেন না, তবে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ভিডিও, লাইভ ইভেন্ট বা খেলার খবর ইন্টারনেটের টাকা খরচ না করেই দেখতে পাবেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।