ঘাটালে পুজোয় ডিজে না হওয়ায় পুজো কমিটির উপর হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাতেই ঘটনাস্থলে পুলিশবাহিনী

কুমারেশ চানক ও মন্দিরা মাজি:বিসর্জনে কেন ডিজে হয়নি? এই দাবি তুলে পুজো কমিটির অফিস ভাঙচুর ও পুজো কমিটিত সদস্যদের উপর হামলা করা হল, বাদ যায়নি মহিলারাও
বিসর্জনে ডিজে না করায় মদ্যপ অবস্থায় মহিলাদের মারধর করা হয়। আজ ১৫ অক্টোবর রাতে এমনই ঘটনা ঘটেছে ঘাটাল থানার দীর্ঘগ্ৰাম হোগলার মাঠ সর্বজনীন দুর্গোৎসব কমিটি চত্বরে। ঘটনাসূত্রে জানা গিয়েছে, বিসর্জন হয়ে যাওয়ার পর গ্ৰামের বেশ কিছু জন মদ্যপ অবস্থায় এসে পুজো কমিটির জিনিসপত্র ভাঙচুর করে। মণ্ডপ ভাঙচুর করে শুধু তাই নয় কমিটির সদস্যদেরও মারধর করা হয়। মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা মহিলাদেরও মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। কিন্তু পুজো কমিটির সদস্যদের অভিযোগ, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়েনীরব দর্শকের দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত বিয়ষটি দেখে তারা। পুলিশের এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়ে পড়ে পুজোকমিটির সদস্য সহ স্থানীয় বাসিন্দারা। যদিও পু,লিশ জানিয়েছে, এনিয়ে থানায় লিখিত অভিযোগ করলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad