কাঁথি মহকুমা হাসপাতালের সুপারের পদে ঘাটালের ভূমিপুত্র

কুণাল সিংহরায়: কাঁথি মহকুমা হাসপাতালের সুপারের পদে নিযুক্ত হয়েছেন ঘাটালের ভূমিপুত্র ডঃ রজতকান্তি পাল। তিনি কাঁথির সুপারের দায়িত্ব নেওয়ার আগে হুগলিতে কর্মরত ছিলেন। ৩ ফেব্রুয়ারি ডাক্তারবাবু কাঁথি মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে রক্তদান আন্দোলনে ঘাটালের কথা তুলে ধরেন এবং কৃতজ্ঞতা স্বীকার করে জানান এই ব্লাড ব্যাংক ঘাটাল মহকুমা থেকেই এককভাবে একটিমাত্র শিবির থেকে রক্ত সংগ্রহ করে রেকর্ড স্থাপন করেছে যা আজও অটুট। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ এর জুনে শ্রীনগর নিগমানন্দ স’মিলে ঘাটাল ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সহযোগিতায়,রক্তদাতার সংখ্যা ছিল ৬০৩ জন।
ডাক্তার রজতকান্তি পালের বাড়ি ঘাটালের মনশুকাতে,তাঁর বাবা মনশুকা হাইস্কুলের অবসর প্রাপ্ত শিক্ষক জিতেন্দ্রনাথ পাল।ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে পড়াশোনা করার সময় তিনি থাকতেন ঘাটালের ১৬ নম্বর ওয়ার্ডের মন্ডল মেসে। মৃদুভাষী সদাহাস্যময় ডাক্তারবাবু একান্তে কথা বলতে গিয়ে বারবার আবেগতাড়িত হয়ে পড়েন ছাত্র জীবনের ঘাটালের কথায়।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad