এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

করোনা আবহে খুঁটি পুজো সেরেছে দাসপুরের গোপালনগর

Published on: June 25, 2020 । 8:28 PM

শুভদীপ জানা:করোনা আবহের মধ্যেই দাসপুরের গোপালনগরে সর্ব্বজনীন দুর্গোৎসবের খুঁটিপুজো হল রথযাত্রার দিন। করোনা পরিস্থিতির মধ্যে দশভুজার আরধনায় করোনা মোকাবিলায় বাড়তি ব্যবস্থা থাকবে মণ্ডপে,জানালেন ১০ম বর্ষের এই পুজো কমিটির সভাপতি দিলীপ শাসমল।

এবারের পুজো কমিটির সম্পাদক মলয় শাসমল জানান এবারের বাজেট একেবারেই কাটছাঁট সবমিলিয়ে প্রায় ২ লক্ষটাকা। তবে এবার করোনা সাথে লকডাউনের জেরে এলাকার দুঃস্থদের পাশে থেকে তাদের জন্য পুজোর বেশকিছু অর্থ তাঁরা ব্যয় করবেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭