গ্রামবাসীদের আনন্দ দিতে ঘাটালের যুবকদের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর আয়োজন

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: জগদ্ধাত্রীপুজো মানেই প্রথমেই মনে আসে চন্দননগরের কথা। কিন্তু সেই পুজো দেখতে গেলে যেতে হবে অনেক দূর। গ্রামের সবার পক্ষে যেটা সম্ভব নয়। এই চিন্তাভাবনা থেকেই গ্রামের কয়েকজন যুবক মিলে গ্রামেই শুরু করলেন জগদ্ধাত্রী পুজোর আয়োজন। যাতে করে গ্রামের আবাল-বৃদ্ধ-বণিতা এই পুজোটির আনন্দ উপভোগ করতে পারে। চন্দননগরের মত হয়তো আলোর রোশনাই নেই, কিন্তু আনন্দের রোশনাইয়ের বিন্দুমাত্র অভাব নেই এই খানজাপুরের জগদ্ধাত্রী পুজোটিতে।

খানজাপুর এভারগ্রিন ক্লাবের উদ্যোগে এই জগদ্ধাত্রীপুজোটি এবছর চতুর্থ বছরে পদার্পণ করল। ক্লাবের সভাপতি সুব্রত মাজী, সম্পাদক দেবব্রত পাত্র, কোষাধ্যক্ষ শুভেন্দু বেরা সহ শুভেন্দু সামন্ত, প্রদীপ চক্রবর্তী, সুব্রত পাত্র, তাপস মন্ডল, দিব্যেন্দু সামন্ত, কার্তিক সানকি, তন্ময় সাউ, স্নেহময় চক্রবর্তী, ইন্দ্রনীল দোলুই, প্রকাশ বেরা, সমর কুইল্যারা বলেন, আমাদের গ্রামের মূলত প্রায় সব পুজোই হয়, তার মধ্যে খানজাপুরের রথের সুখ্যাতি রয়েছে মহকুমা জুড়ে। কিন্তু জগদ্ধাত্রী পুজোটি ছিল না। তাই আমরা ক’জন এবং গ্রামবাসীদের সহযোগিতায় এই পুজোর আয়োজন করি। গতবছর কোভিডের কারনে সেভাবে আয়োজন করা না গেলেও এবছর আমরা নব উদ্যমে পুজোটি করছি। পুজোটিকে ঘিরে চারদিন ধরে নানান খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পরমান্ন বিতরণ সহ নানান প্রতিযোগিতা ও বিনোদনমূলক অনুষ্ঠান হয়ে থাকে। আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ এই পুজোটির আনন্দে মেতে উঠেন।

রবীন্দ্র কর্মকার: ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177