দাসপুরের গোপীগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: চক্ষু পরীক্ষা শিবিরে এসে বিশেষ বার্তা দিলেন ঘাটাল লায়ন্স হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ দিবাকর মুখোপাধ্যায়। আজ ৩০ জানুয়ারি রবিবার দাসপুর-২ ব্লকের গোপীগঞ্জে ঘাটাল লায়ন্স হাসপাতালের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা শিবির এর আয়োজন করা হয়। সেখানেই ডাঃ দিবাকর মুখোপাধ্যায় রোগীদের পরামর্শ দেন,একই পাওয়ারের চশমা বেশি সময় ধরে ব্যবহার করা উচিত নয়। নির্দিষ্ট সময় অন্তর চশমার পাওয়ার পরিবর্তন করা উচিত। চোখের বিভিন্ন সমস্যা যেমন গ্লুকোমা, ছানি এবং টেরিজিয়াম নামক রোগের দ্রুত চিকিৎসার পরামর্শ দেন তিনি। শিবিরের উদ্যোক্তা তথা গোপীগঞ্জ ২ নম্বর সংসদের সদস্য ইকবাল কাদের বলেন, প্রায় ৬০ জন রোগী চোখের ছানি সহ বিভিন্ন সমস্যা নিয়ে আজকের এই ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন। বিনামূল্যে পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষ।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।