ঘাটাল মহকুমায় বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: তিন দিন পর ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয়েছেও। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস আজ ১৮ সেপ্টেম্বর বন্যার পরিস্থিতি নিয়ে জানলেন, জল দ্রুতগতিতে কমছে। এই ভাবে জল কমতে থাকলে দুশ্চিন্তার কোনও কারণ নেই।
এই সপ্তাহের শুরুর দিকে টানা বৃষ্টির ফলে দাসপুর-১ ব্লকের নিজনাড়াজোল এবং রাজনগর গ্রামপঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি গ্রাম এবং ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম

পঞ্চায়েত নতুন করে প্লাবিত হয়েছে। শিলাবতী নদীর জলস্ফীতির ফলে ঘাটাল পুরসভার ১৩টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়েছে। জল প্রবেশ করেছে খড়ারের বেশ কয়েকটি ওয়ার্ডেও। গত রাত থেকে প্রত্যেক জায়গারই জল কমতে শুরু করেছে। ১৬ সেপ্টেম্বর ঘাটালে জলে তলিয়ে ঘাটাল শহরের এক পুরোহিতের মৃত্যু হয়েছে। ঘাটাল থানার চৌকা গ্রামের এক গৃহবধূ গত বৃহস্পতিবার থেকে এখনও নিখোঁজ রয়েছেন।
তবে আজ ১৮ সেপ্টেম্বর শনিবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি সতর্কবার্তা জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরে সতর্কবার্তা পেয়েই চরম দুশ্চিন্তায় ঘাটালবাসী। শিলাবতী নদীর জলে প্লাবিত ঘাটালের শহর ও গ্রামীণ ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা, ঘাটাল পৌরসভার ১৩ টি ওয়ার্ড প্লাবিত সাথে ঘাটাল পঞ্চায়েত সমিতির প্রায় দশটি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত, পরপর তিনবার বন্যায় বিপর্যস্ত ঘাটালের মানুষ, রাজ্য সড়কসহ গ্রামীণ সড়ক গুলি জলের তলায় থাকায় নৌকায় চড়ে চলছে পারাপার। আবারো ঘাটাল থানার সামনে জল উঠেছে, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন আস্তে আস্তে ঘাটালের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এখনো পর্যন্ত বন্যার জলে তুলি একজনের মৃত্যু একজন নিখোঁজ রয়েছেন, আবহা দপ্তরের বৃষ্টির পূর্বাভাস পেয়ে মহকুমা প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।