এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় দই খেয়ে অসুস্থ একাধিক, হাসপাতালে চিকিৎসাধীন

Published on: April 15, 2020 । 3:02 PM

তনুপ ঘোষ: করোনার মাঝে মহাবিপদ। পয়লা বৈশাখে দই খেয়ে অসুস্থ হল একাধিক। হাসপাতালে চিকিৎসাধীন ৬। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার পুরশুড়ি গ্রামের। জানা যায়, গ্রামের দোকান থেকে পয়লা বৈশাখের দিন দই কিনে খেয়ে ছিলেন প্রায় ত্রিশটি পরিবারের সদস্য। দই খাওয়ার পরেই একের পর এক অসুস্থ হতে থাকে। আজ ১৫ এপ্রিল দই খেয়ে অসুস্থ হয়ে ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন হয় ৬ জন। গ্রামেও প্রাথমিক চিকিৎসা চলছে বেশ কয়েকজনের।খবর পেয়ে গ্রামে যায় ব্লক প্রশাসনের আধিকারিকরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177