এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইতে মাংস দোকানে গ্যাস লিক করে আগুনে ঝলসে গেল দোকানদার ও খদ্দের 

Published on: November 15, 2023 । 9:19 PM

তনুপ ঘোষ,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: ভাইফোঁটার দিন সাতসকালে মাংস দোকানে আগুন(fire) লেগে আহত হল খদ্দের(customer) ও দোকানদার।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘটনায় চাঞ্চল্য ক্ষীরপাই পৌরসভার(khirpai municipality) কাশিগঞ্জে।  ভ্রাতৃদ্বিতীয়ার দিন মাংস দোকানে ভিড় ছিল। তখনই দোকানের গরম জল করার গ্যাসের সিলিন্ডার( gas cylinder) লিক করে আগুন লেগে যায়। দোকান ভর্তি খদ্দেররা সকলেই হকচকিয়ে যায়। খদ্দেররাই আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুন নেভাতে গিয়ে এক খদ্দের গৌরীশংকর সিং সহ দোকানের মালিক স্বদেশ দাস আগুনে বেশ খানিকটা পুড়ে যান। দুজনকেই চিকিৎসার জন্য স্থানীয়রা ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে(hospital) নিয়ে আসেন দুজনেরই এখন চিকিৎসা চলছে। ঘটনাস্থলে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ অফিসাররা।

 

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]