ছিনতাই কেপমারি, দাসপুর পুলিশের বড়সড় সাফল্য

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: দিনেদুপুরে দাসপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের সাইকেলে ঝোলানো ব্যাগ থেকে প্রায় দু’লক্ষ টাকা ছিনতাই, সেই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল দাসপুর থানার পুলিশ। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ৯ জুন রাতেই ধৃতদের গ্ৰেপ্তার করা হয়েছিল। আজ ১০ জুন তাদের ঘাটাল আদালতে তোলা হলে আদালত তাদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।উল্লেখ্য, ৮ জুন বুধবার দাসপুর আরিটের অবসর প্রাপ্ত শিক্ষক প্রফুল্ল মাজি ব্যাঙ্ক থেকে টাকা তুলে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময়  তাঁর সাইকেলে একটি দড়ি জড়িয়ে যায়। বৃদ্ধ সাইকেল থেকে নেমে দড়ি খুলতে গেলে সেই সময়ে বাইকে চেপে তিনজন যুবক তার কাছে আসে এবং সাইকেল থেকে দড়িটি ছাড়িয়ে দেওয়ার অছিলায় সাইকেলে রাখা ব্যাগ থেকে টাকা নিয়ে চম্পট দেয়। তৎক্ষণাৎ  দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধ। অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নামে দাসপুর থানার পুলিশ। পুলিশ এলাকার সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুই অভিযুক্তকে চিহ্নিত করে, তারা হল সেক রাজু ও অরুণ মজুমদার।  সকলেই খড়গপুরের বাসিন্দা।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।