এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

এবার ঘাটালে ৭ জন প্রার্থী

Published on: April 24, 2019 । 10:34 AM

নিজস্ব সংবাদদাতা: এবার লোকসভা নির্বাচনে ৩২ নম্বর ঘাটাল লোকসভা কেন্দ্রে মোট সাত জন প্রার্থী রয়েছেন। ২০১৪ সালের থেকে তিন জন কম। ২০১৪ সালে মোট ১০ জন প্রার্থী ছিলেন। তবে মোট সাত জন প্রার্থী থাকলেও ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে মাত্র তিন জনের বাড়ি। বাকী সবাই বহিরাগত।

ওই সাত জন প্রার্থীর মধ্যে রয়েছেন (১) বিজেপির ভারতী ঘোষ। তিনি টালিগঞ্জ বিধানসভা এলাকার ভোটার। (২) এসইউসি দীনেশ মেইকাপ। তাঁর বাড়ি সবং বিধানসভা কেন্দ্রে। তিনি ঘাটাল লোকসভা কেন্দ্র এলাকার বাসিন্দা। (৩)   তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীপক অধিকারী তথা দেব। তিনি রাসবিহারী বিধান সভা এলাকার ভোটার। (৪) কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহম্মদ সইফুল্লাহ খোন্দকার। তিনি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার। (৫) বহুজন সমাজ পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দাসপুরের নির্ভয়পুরের সুরজিৎ সেনাপতি। তিনি দাসপুর বিধানসভার ভোটার। (৬) বামফ্রন্টের প্রার্থী হয়েছেন খড়্গপুর বিধানসভা এলাকার ভোটার তপন গঙ্গোপাধ্যায় এবং (৭) ঘাটাল বিধানসভার খড়ার শ্যামসুন্দরপুরের ড. উজ্জ্বলকুমার ঘটক। তিনি শিবসেনার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad