বিজেপি নেতার ভুল বক্তব্যের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় অর্থ নিয়ে বিজেপি নেতা সায়ন্তন বসুর মন্তব্যের প্রতিবাদ জানালো ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। বহু চর্চিত ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা অর্থ বরাদ্দ করে রাজ্য সরকারকে দিয়েছে। অথচ রাজ্য সরকার তার কোনও কাজ করেনি এবং কোনও হিসেব দেয়নি বলে গতকাল ৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শাসক দলের প্রতিনিধি তথা বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু  ঘাটালের নারায়ণপুরে এসে এক রাজনৈতিক সভায় এই মন্তব্য করেছেন। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি এক বিবৃতিতে বলেন,সায়ন্তনবাবুকে অবিলম্বে জনসাধারণের কাছে ওই ভুল মন্তব্যের জন্য ক্ষমা স্বীকার করতে হবে। নারায়ণবাবু বলেন, ওই দলের প্রবীণ নেত্রী, পূর্বতন কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী উমা ভারতীর সাথে গত ২০১৬ সালে আমরা দিল্লিতে দেখা করতে উনি বলেছিলেন, কেন্দ্রীয় গঙ্গা বন্যা নিয়ন্ত্রণ কমিশন স্কিমটিতে ছাড়পত্র দিলেই আমরা অর্থ মঞ্জুর করব। তারপর প্রায় চার বছর অতিক্রান্ত হতে চলল, একটি পয়সাও অর্থবরাদ্দ তো দূরের কথা, এ ব্যাপারে একটি শব্দও উচ্চারণ করেনি কেন্দ্রীয় সরকারের কোনও নেতা মন্ত্রী।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।