এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-মেদিনীপুর সড়কের রাজনগরে পথ-দুর্ঘটনা! গুরুতর জখম ১

Published on: April 25, 2021 । 9:58 PM

ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার রাজনগরে বাইকের ধাক্কায় গুরুতর জখম এক সাইকেল আরোহী। আশঙ্কাজনক অবস্থায় জখম বছর ৪২ এর ওই ব্যাক্তিকে পাঠানো হল ঘাটাল হাসপাতাল। স্থানীয়দের থেকে জানা গেছে আজ রবিবারের রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ রাজনগর বাজারের দিক থেকে তীব্রগতিতে এসে ওই সড়কের রাজনগর শনিকালী মন্দিরের মোড়ে পিছন থেকে ওই সাইকেল আরোহীকে ধাক্কা দেয় ওই বাইক। পাশের মুড়িমিল থেকে বেরোচ্ছিলেন ওই ব্যক্তি। আকস্মিক তীব্রে ধাক্কা তাতেই সাথে সাথে সাইকেল থেকে ছিটকে পড়ে ওই ব্যক্তি। বাইকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাইক চালকের সামান্য আঘাত লেগেছে। এলাকাবসী বাইকসমেত বছর ২০ এর ওই চালককে আটকে রেখেছে খবর গেছে দাসপুর পুলিশে। জখম ওই সাইকেল আরোহীর চোট যথেষ্ট গুরুতর,কোমোর ও পাঁচরে চোট,মনে করা হচ্ছে দুর্ঘটনার জেরে পা ও ভেঙেছে।
স্থানীয়দের অভিযোগ অত্যধিক গতিবেগই এই দুর্ঘটনার মূল কারণ। বারে বারে ঘাটাল মেদিনীপুর সড়কের এই শনিকালী মোড়ে পথ দুর্ঘটনা,স্থানীয়রা দাবি তুলেছেন রাস্তায় বসানো হোক স্পীড ব্রেকার। দাসপুর থেকে সুজয় চক্রবর্তীর রিপোর্ট আমি… স্থানীয় সংবাদ ঘাটাল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭